পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২নং ব্লকের অর্জুননগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর পুরুলিয়া- ২০২, বহরমপুর- ২০৬, রত্নাজোড়- ২০৭ বুথ নিয়ে “ আমাদের পাড়া, আমাদের সমাধান ”ও “দুয়ারে সরকার"কর্মসূচি অনুষ্ঠিত হল। এলাকার বাসিন্দা তাদের বিভিন্ন প্রকার কাজের প্রয়োজনে এই শিবিরে ভিড় জমায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ভগবানপুর-২পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ সদস্যরা