গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধ। মৃতের নাম সখেন বর্মন(৬১)। পেশায় কৃষক। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের চকআমরাইলে। গতকালই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। বিষয়টি নজরে আসতেই বৃদ্ধকে আনা হয় স্থানীয় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শুক্রবার দুপুর দেড়টায় দেহটি ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে কি কারণে ওই বৃদ্ধ আত্মঘাতী হলো তা ধন্দে পরিবার-পরিজন।