প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে হামলা করে তাণ্ডব চালিয়েছে বিজেপি। ওই অভিযোগ কংগ্রেসের। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচি পালনে নেমেছে কংগ্রেস। শুক্রবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার। এদিন ফালাকাটায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। দলে দলে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। কংগ্রেসের অভিযো