একেই চিকিৎসক সংকটে ধুঁকছে বালুরঘাট জেলা হাসপাতাল। তারই মধ্যেই চারজন চিকিৎসক এক সঙ্গে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে হাসপাতাল সুপারকে চিঠি দিয়ে কাজে আসছেন না। চারজন চিকিৎসক এক সঙ্গে কাজ ছেড়ে দেওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। কাজ যোগ দেওয়ার তিন মাস মধ্যেই বন্ডে আসা চার চিকিৎসক কাজ ছাড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছে চলতি মাসের প্রথমের দিকে।