পাকরিগুড়ির নামাপাড়া এলাকায় সংকোশ নদী থেকে উদ্ধার হওয়া যুবকের পচাগলা দেহ ময়নাতদন্তে পাঠাল বারবিশা ফাঁড়ির পুলিশ। শনিবার দুপুর ১টা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, মৃতের নাম রাজদীপ সরকার, বয়স ২১। বারুইপাড়া গ্রামে তার বাড়ি। গত ২৩ সেপ্টেম্বর সংকোশ নদীতে স্নান করতে নেমে সে তলিয়ে গিয়েছিল। শুক্রবার পাকরিগুড়ি নামাপাড়া এলাকায় সংকোশ নদীতে রাজদীপের পচাগলা দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।