বিদ্যুৎপিষ্ট হয়ে বাড়ির উঠানেই মৃত্যু হল যুবকের।ঘটনায় শোকাহত পরিবারের সদস্যরা।ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বৈকন্ঠপুর এলাকায়।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।মৃত যুবকের নাম পবন মন্ডল (৩২)। বাড়ি রতুয়া থানার বৈকন্ঠপুর গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানাগেছে,বৃহস্পতিবার সন্ধ্যায় দিনমজুর কাজ থেকে বাড়ি ফেরার পর স্নান করেন। বাড়ির উঠানে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। হাসপাতালে চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করে।