ঘটনাটি শুক্রবার তুফানগঞ্জ দুই ব্লকের ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের বকশিরহাট বাজার এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম নূর হোসেন। তার বাড়ি অসমের ছোট গুমা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। প্রসঙ্গত গত বুধবার রাতে শীলগাগরী এলাকার বাসিন্দা হলেশ্বর বর্মনের বাড়িতে রাখা টোটোটি চুরি হয় এবং বৃহস্পতিবার সকালে অভিযোগ দায়ের করেন থানায়। তদন্তে নামে পুলিশ।