আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে আন্দিমহল্লায় শুরু হলো বস্তি উচ্ছেদের কাজ।সমস্যায় তিনটি পরিবার।জানা গেছে,আন্দিমহল্লা এলাকায় বেশ কয়েকবছর ধরেই বস্তিটি রয়েছে,সেখানে দোকান ও বাড়ি রয়েছে।1982 সালে আইনি লড়ায়ের পরেও জমির মালিক জমি ফিরে পাচ্ছিলনা বলে দাবি আদালত কর্মীর।জমি মালিক ফের আদালতের দ্বারস্থ হলে জায়গাটি খালি করার নির্দেশ দেয় আদালত।মঙ্গলবার আরামবাগ থানার ic সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বস্তি উচ্ছেদ শুরু হয়।