বর্ধমান ১ নম্বর ব্লকের হাঁটু দেওয়ান পীরতলায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম ধানু ঘোষ (৬২) মঙ্গলকোট থানার নিগনের বাড়ি তার। বুধবার সকাল সাতটায় হাঁটু দেওয়ান পীরতলা এসেছিলেন। রাস্তা পারাপার করার সময় বর্ধমান মুখী একটি মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন ধানু ঘোষ স্থানীয় মানুষ জন তাকে উদ্ধার করে Bmch এ নিয়ে আসলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।