পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া সংলগ্ন আদিবাসী পাড়া এলাকায় একটি টিউবওয়েল দীর্ঘ ৮ মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে, এলাকাবাসীদের দাবি পঞ্চায়েতে জানিয়ে এবং স্থানীয় মেম্বারকে জানিও কোন ফল হয়নি। পানীয় জল বেশ কিছুটা দূর থেকে নিয়ে এসে তাদের খেতে হচ্ছে। একই সাথে প্রাত্যহিক কাজের জন্য জল পুকুর থেকে তারা সংগ্রহ করছে। সমস্যার মধ্যে পড়েছেন এই এলাকার বাসিন্দারা।