৩৫ বিলোনিয়া মন্ডলের অন্তর্গত চিত্তামারা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ছয় নং বুথের জয়হরি পাড়াতে অনুষ্ঠিত হয় এক সভা । বিলোনিয়া মন্ডলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল চারটা নাগাদ। বুথ সংগঠন শক্তীশালী ও আগামীদিনের দলের কার্যক্রম সহ সরকারে উন্নয়ন মুলক কাজগুলো বুথ স্তরে জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাতে দীর্ঘ দিনের বামপন্থী সক্রিয় কর্মী দোলন ত্রিপুরা সহ তার পরিবার গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে সামিল হলো বিজেপি দলে