টাওয়ারের মাথায় যুবক, জলপাইগুড়ির পাহাড়পুরে চাঞ্চল্য জলপাইগুড়ি, রবিবার: রবিবার প্রথম সন্ধ্যায় টাওয়ারের উপরে উঠে পড়েন এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরের পাহাড়পুর অঞ্চলের বড়ুয়া পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের বাড়ি মেখলিগঞ্জের জামালদহ এলাকায়। হঠাৎ টাওয়ারে উঠে বসে পড়ায় স্থানীয় বাসিন্দারা নানা উপায়ে তাঁকে নামানোর চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ সময় ধরেও তিনি নামতে রাজি হননি।