আবারো গঙ্গা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। নতুন করে গঙ্গার জলহস্তর বাড়ায় তীব্রতার সাথে ভাঙ্গন শুরু হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে কেশরপুর এলাকায়। এলাকার প্রাচীন বটগাছ শিব মন্দির যা ঐতিহ্য ছিল সবকিছুই এবারের ভাঙ্গনের তলিয়ে যাওয়ার। সর্বত্রই পুরোনো বাঁধ তলিয়ে গেছে। তীব্রতার সাথে ভাঙ্গনে গ্রামের মানুষের আতঙ্ক নতুন করে তৈরি হয়েছে। এবারের ভাঙ্গনের ধ্বস নামলেই মন্দির সহ প্রাচীন বটগাছ সবকিছুই গঙ্গার গর্ভে চলে যাবে আর এই আতঙ্ক এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে।