ওয়েবকুপার উদ্যোগে রাজ্য তথা জেলায় প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পুঞ্চা লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজে।বুধবার বেলা ১২ টা থেকে ওয়েবকুপার পুঞ্চা লৌলাড়া কলেজে ইউনিটের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ৪৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দিতে এগিয়ে আসেন ওয়েব কুপার সদস্যরা, কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা এবং প্রাক্তনীরা।