ধলপল থেকে গ্রেপ্তার মুন্না গাজীকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ শনিবার বেলা দুইটা নাগাদ। গত বুধবার শামুকতলা থানার উত্তর মজিদ থানা এলাকার এক টোটো চালকের টোটো ভাড়া নিয়ে মাঝপথে টোটো নিয়ে পালিয়ে যায় কোচবিহার জেলার ধলপল এলাকার ঘর জামাই মুন্না গাজী। বুধবার দুপুরেই ভাটিবাড়ী ফাঁড়িতে পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরেই ভাটিবাড়ি ফাঁড়ির ওসি দীপায়ন সরকার তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে পুলিশ।