This browser does not support the video element.
মাটিয়ালি: মাহাবাড়ি এলাকায় এলাকায় ১ নং জাতীয় সড়কে একটি গাড়ি বোঝাই লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ বাজোয়াপ্ত করল বনকর্মিরা,
Matiali, Jalpaiguri | Apr 25, 2024
মাহাবাড়ি এলাকায় এলাকায় ১৭ নং জাতীয় সড়কে একটি গাড়ি বোঝাই লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল চালসা রেঞ্জ ও ডায়না রেঞ্জের বন কর্মীরা। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন বনকর্মিরা খবর পায় একটি ছোট গাড়িতে করে সেগুন কাঠ পাচার করা হবে। জানা মাত্রই বনকর্মিরা নাগরাকাটার খুনিয়া মোড়ে বনকর্মিরা ওত পেতে থাকে। গাড়িটি কাছে আসতেই তা পিছু নিয়ে এরপরই মহাবাড়ি এলাকায় সেগুন কাঠ সমেত গাড়িটিকে ধরে ফেলে বনকর্মিরা।