শালবনী ব্লকে আজ সোমবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। লালগেড়িয়া অঞ্চলের সাবলী এবং ভীমপুর অঞ্চলের রমস্বরপুরে যথাক্রমে ৩৭ ও ৩৮ নম্বর বুথে শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া জানান। প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত সমস্যার কথা নথিভুক্ত করা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।