সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হলো কালিয়াচক ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন। ফের এই পঞ্চায়েত সমিতির দখল রইলো তৃনমূলের হাতেই। ৪২টি সিটের মধ্যে সভাপতি মারা যাওয়ায় ১টি সিট কমে হয়ে যায় ৪১টি সিট। এদিন শুক্রবার বিকাল ৩টে নাগাদ ২৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলো তৃনমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সামিমা পারভিন।