আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লকের চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চৌরাসী এফ পি স্কুল ও মাটিকোমরা মোল্লাপাড়া এফপি স্কুলে। সোমবার সকাল ন'টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে শিবির। ব্লক প্রশাসনের সূত্রে জানা গেছে 16টা স্কিমে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন। যে সমস্যাগুলো আগে সমাধান করা দরকার আলোচনা করে সেই সব সমস্যাগুলো আগে সমাধান করা হবে। যে সমস্যাগুলো সমাধান এখন হবে না তা পরবর্তীকালে সমাধান করা হবে বলে আধিকার