ছেলের বেদম মারে মৃত্যু ঘটলো বৃদ্ধ পিতার। ছেলেকে গ্রেপ্তার করলো মাল থানার পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওয়াশাবাড়ি চা বাগানে। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত বাবার নাম অশোক মালপাহাড়িয়া ( ৬৫)। ঘাতক ছেলের নাম কিরণ মালপাহাড়িয়া (৩০)। স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপক সুব্বা জানান, ছেলে কিরন মালপাহারিয়ার মানসিক সমস্যা রয়েছে। ঠিক কি হয়েছিল জানিনা, তবে শুনেছি গতকাল রাত্রে কিছু বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাদানুবাদ হয়।