পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের আজকের মহম্মদপুর ১/২ অঞ্চলের অন্তর গত মহম্মদপুর_সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল । মোট আসন সংখ্যা ৯ টি । মোট ভোটার ৭৭৫ টি ভোট পরেছে ৬২৪টি বাতিল ৪৭ টি। ৯ টির ৯ টি আসনে তৃণমূল কংগ্রেসর প্রার্থীরা বিপুল জয় লাভ করলো। রাম বাম জোট প্রার্থী দিয়েছিল কিন্তু কোন খাতা খুলতে পারলো না। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর। তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক রা আবির খেলা মেতে ওঠে।