সম্পত্তি নিয়ে বিমাদের কারণে এক ভাইয়ের বাড়ি আর এক ভাই পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল কুশমন্ডি থানার অনন্তপুর চাপনা এলাকায় । আক্রান্ত আজিজার রহমানের অভিযোগ তারা চার ভাই। তার পৈত্রিক সম্প্রতি তার অন্য তিন ভাই ভাগ করে নিয়েছে গতকাল সেই সম্পত্তির ভাগ চাইতে গেলে তার বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে আজিজার। এ বিষয়ে তিনি কুসুমমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে আজিজার জানিয়েছেন।