রবিবারে জানা যায়,গতকাল শ্রীভূমি জেলার বদরপুর মোকাম সংলগ্ন এলাকায় ট্রাভেলার গাড়ি থেকে প্রায় 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক মালিক সহ 3 জন। জানা গেছে,গোপন সূত্রের খবর পেয়ে বদরপুর থানার ওসি উত্তম অধিকারী সহ পুলিশের ১টি দল মোকাম সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রাভেলার গাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। যার ওজন ১ থেকে ৩০০ গ্রাম।