মিড ডে মিলের ব্যাগ ভর্তি মাল মাথায় নিয়ে ছোট ছোট পায়ে চলতে না পারলেও, স্কুলের পোশাকে সেই বাজার নিয়েই দীর্ঘপথ ধরে স্কুলে যেতে হয় কচিকাঁচা পড়ুয়াদের। রাস্তায় ভারী যানবাহনের দাপটে প্রতি পদে জীবনের ঝুঁকি থাকলেও উপায় নেই। না করলেই রোষানলে পড়তে হবে শিক্ষকদের। এই নিয়ে কেউ বলতে গেলে শিক্ষকদের সঙ্গে অশান্তিও হয় অভিভাবকদের।