পাথারকান্দিতে 30 লক্ষ টাকার হেরোইন উদ্ধার,আটক 2। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার পাথারকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ একটি অল্টো গাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেই তল্লাশি অভিযান চালিয়ে 7 টি সাবানের বাক্স উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের ওজন 74 গ্রাম। এই অভিযানে আটক করা হয়েছে এনামুল হক ও জবরুল হককে।