বেলা বারোটা থেুকে শুরু হবে পরীক্ষা, এগারোটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে পরীক্ষার্থীদের। তনে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে চাপান উতোরের মাঝেই পর পর দু'টি রবিবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসির) পরীক্ষা হবে। রবিবার হবে নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা।পরের রবিবার (১৪ সেপ্টেম্বর) হবে একাদশ-দ্বাদশের। জানা গিয়েছে, কাটোয়ায় পাঁচটি, কালনায় চারটি ও বর্ধমান শহরে তিনটি কলেজ এবং ১৮ টি স্কুলে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে।