Rajarhat, North Twenty Four Parganas | Sep 2, 2025
ফেক ট্রাফিক চালান সম্পর্কে মানুষকে সচেতন করতে বিধান নগর পুলিশের প্রেস কনফারেন্স। প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া, ডিসি বিধান নগর অনিস সরকার ও ডিসি ডিডি KULDIP SONAWANE। ডিসি বিধান নগর জানান....... ইদানিং কালে একটি নতুন ধরনের স্ক্যাম এর বিষয় আমরা জানতে পেরেছি। কিছু লোকজনকে ট্রাফিকের নাম করে ভুও চালান সার্কুলেট করানো হচ্ছে সেটা এসএমএস মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে।