নিয়ন্ত্রণ হারিয়ে সুইফট গাড়িতে ধাক্কা বাইক চালকের। আর এই ঘটনায় সোমবার বিকেলে তীব্র চাঞ্চল্য রানাঘাট থানার আইসতলা এলাকায়। সূত্রের খবর, সোমবার বিকেলে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের আইসতলা এলাকায় হঠাৎই একটি সুইফট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। অভিযোগ, মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালক এসে ওপর দিক থেকে আসা একটি সুইফট গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় সামান্য আহত হন বাইক চালক। ঘটনার জেরে যানজট তৈরি হয় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে।