প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্ত।তার সাথে একাধিক মাটির বাড়ি ভেঙে পরে গিয়েছে বিভিন্ন এলাকায়।জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির জেরে কাঁকসা ব্লক জুড়ে বিভিন্ন এলাকায় মাটির বাড়ি পরে গিয়েছে।তবে বৃষ্টির সময় বিপদ বুঝে মাটির বাড়ি থেকে সকলেই নিরাপদ স্থানে চলে যাওয়ায় বড়সর বিপদের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে।ভেঙে যাওয়া বাড়ির মালিকরা জানিয়েছেন,তারা পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন।কিন্তু এখনো পান নি।পাশে দাঁড়িয়েছে প্রশাসন।