হনুমান জয়ন্তী উপলক্ষে গোটা দেশেই দিনটিকে জাঁকজমক সাথে পালন করা হচ্ছে। একইভাবে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সুখিয়াপোখরি এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো। এদিন পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষেরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। জানা গিয়েছে সুখিয়াপোখরি বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা।