চলন্ত ট্রেনের গেটের রড ধরে ছুটতে গিয়ে রেল ট্রাকে পরে মৃত্যু এক স্কুল পড়ুয়ার।ঘটনাটি ঘটে হাওড়া বেলুড় স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এদিন ঘটনাটি ঘটে আনুমানিক চারটে নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন আরপিএফ, ওই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে বেলুড় স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর মৃত পড়ুয়া নাম ঋতু শর্মা সপ্তম শ্ৰেণী ছাত্র ১৩ বছর বয়স।