মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বিধানসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের মঞ্চ খোলাকে 'বাঙালির ওপর' পাক বাহিনীর ১৯৭১-এর অত্যাচারের সঙ্গে তুলনা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, মঙ্গলবার বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ বিরোধী প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা ছিল। আজ শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উঠে এল, ভারতীয় সেনার মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলার বিষয়টিও। আর সে কথা প্রসঙ্গে ব্রাত্য বসু তুললেন পাকিস্তান সেনার কথা!