বিশিষ্ট শিক্ষক নেতা ও SUCI (C) দলের ভগবানপুর লোকাল কমিটির সংগঠক কমরেড গোকুল চন্দ্র মোড়ার উপর নৃশংস আক্রমণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ SUCI (C)ভগবানপুর লোকাল কমিটির পক্ষ থেকে ভগবানপুর থানায় বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।SUCI (C) এর প্রায় শতাধিক কর্মী সমর্থক প্রথমে ভগবানপুর বাজারে প্রতিবাদ মিছিল সংগঠিত করে, এরপর প্রতিবাদ মিছিল ভগবানপুর থানার উদ্দেশ্যে যায়, সেখানে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ