চুঁচুড়া ময়দানে শুরু হল শারদীয়া তাঁত বস্ত্র মেলা। প্রতিবছর দুর্গা পুজোর আগে তাঁতবস্ত্র দপ্তর হুগলি জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে চুঁচুড়া ময়দানে আয়োজন করা হয় এই মেলার। ৪০ বছরে পড়ল এবছরের এই মেলা। এদিন মেলার প্রদীপ প্রচলন করে উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা শাসক মুক্তা আর্য।