রাজনগরের জয়পুর গ্রাম পঞ্চায়েতের গোয়াবাগান, কুড়ুলমাটিয়া ও পটলপুর গ্রামের প্রায় হাজার দু’হাজার বাসিন্দা দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা রাস্তার দুর্ভোগে ভুগছেন। এবারের বর্ষায় রাস্তার বেহাল অবস্থা আরও চরম আকার ধারণ করেছে। জল-কাদায় ভর্তি রাস্তায় রাজনগর বাজারের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ, রোগী ও প্রসূতিদের খাটিয়ায় করে হাসপাতালে নিতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।