নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে গুরুতর জখম এক যুবক। ঘটনাটি ঘটেছে খানাকুলের নবাসন এলাকায়। এদিন রাত্রিতে ওই যুবক টোটো নিয়েখানাকুলের রামনগর এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। নবাসন এলাকায় একটি মারুতিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর ঐ যুবককে স্থানীয়রা চিকিৎসার জন্য খানাকুল গ্রামীন হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যায়বলে জানা গেছে।