ঠাকুর দেখতে গিয়ে দুটি বাইকের সংঘর্ষ, ঘটনায় মৃত্যু এক যুবকের, আহত আরও 3। সূত্রের খবর, ষষ্ঠীর রাতে রানাঘাটের বাসিন্দা 3 যুবক একটি বাইকে করে বাদকুল্লা ঠাকুর দেখতে যায়। অভিযোগ ঠাকুর দেখে ফেরার পথে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা ওপর একটি স্কুটির সাথে ধাক্কা লাগে। ঘটনায় আহতদের রানাঘাট হাসপাতালে নিয়ে এলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে ওই যুবকের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মৃতের পরিবার।