যত্রতত্র আবর্জনা ফেললে এবার এক থেকে এক লক্ষ টাকা জরিমানা করা হবে। পুরুলিয়া শহরের সর্বত্র এই পোস্টার টাঙ্গানো হয়েছে রাজ্য নগর উন্নয়ন সংস্থা নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে। শহরের সাহেব বাঁধ রোড, মেন রোড, আলমগীডাঙ্গা সহ সর্বত্র টাঙানো হয়েছে এই পোস্টার।