বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের,ঘটনায় মৃত্যু হলো বাইক আরোহীর।ঘটনাটি ঘটে শনিবার গোঘাটের পশ্চিমপাড়া মোড় এলাকায়।মৃতের নাম বিকাশ রুই দাস(৩০)।গোঘাটের ময়নাডাঙ্গার বাসিন্দ।জানা যায়,একটি ডাম্পার রাস্তার ধারে বালি খালি করার জন্য ব্যাক করছিল।সেই সময় হাজিপুর থেকে কামারপুকুরগামী বাইক সেখানে উপস্থিত হতেই অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে।রাস্তায় ছিটকে পরে বাইক আরোহী।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।