কর্মবিরতির দু দিন পার হয়ে গেলেও অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় বসেনি পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ । পুজোর মুখে অচল হয়ে রয়েছে পৌরসভা । দাবি না পূরণ হলে কর্মবিরতি থেকে সরে আসতে নারাজ অস্থায়ী কর্মীরা।দাবি আদায়ে বুধবার সকালে শহর জুড়ে মিছিল পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। তাদের দাবি লিখিত আকারে না মানা হলে তারা কাজে যোগ দেবেন না। আন্দোলনে সামিল হয় সর্বস্তরের কর্মীরা।