বীরভূম ও ঝাড়খন্ড মুষলধারায় বৃষ্টিপাতের ফলে দুবরাজপুর-খয়রাশোল রাস্তায় চন্ডীপুর ও কুখুটিয়া গ্রামের মাঝে থাকা শাল নদীর ব্রিজের উপর বইছে জল। বিপদ সীমার উপর দিয়ে ব্রিজের উপর বইছে জল। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। এই মুহূর্তে পুলিশ যান চলাচল বন্ধ রেখেছে। যার ফলে বন্ধ রয়েছে দুবরাজপুর-খয়রাশোল রাস্তা।