কলকাতার কোলে মার্কেটে বিশেষ অভিযান টাক্স ফোর্সের। একটানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে বৃষ্টির জল জমে পচে গিয়েছে শাকসবজি, বেগুন ,ভেন্ডি উচ্ছে। ফলে বেশ কিছু সবজির দাম বেড়ে গিয়েছে।তবে দাম বেশি থাকলেও আমদানি হলে দাম কমবে বলে আশাবাদী সদস্যরা। অতিবৃষ্টির কারণে প্রচুর সবজি নষ্ট হয়েছে। তবে বাংলার তৈরি ফসল বাইরের রপ্তানি হচ্ছে না।।