বালুরঘাট শহরে মঙ্গলবার সকাল আটটায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো ঐতিহ্যবাহী ত্রিতীর্থ নাট্য সংস্থার ৫৬ তম প্রতিষ্ঠা দিবস। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে থাকছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কমল দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখ্য, এই খ্যাতনামা নাট্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বঙ্গরত্ন প্রাপ্ত বরেণ্য নাট্য ব্যক্তিত্ব হরি মাধব মুখোপাধ্যায়।