সাধারণ পথ চলতি মানুষ গাড়ি চালক সমস্ত স্তরের মানুষের কে সচেতন করতে দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত কুলপি থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন হয় মঙ্গলবার দিন। কুলপি থানা থেকে কুলপির মড় পর্যন্ত একটি রেলি করা হয় মানুষের সচেতনতার জন্য