হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত 'আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্পে অভিনব দৃশ্য।এলাকার রাস্তা খারাপ, পানীয় জলের কল খারাপ, বিদ্যালয়ের একটা অংশ খারাপ এই নিয়ে অভিযোগ করতে আসা সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল ও লাড্ডু খাইয়ে সংবর্ধনা দিয়ে তাদেরকে মঞ্চে তোলা হয়।আর তারাই সমস্যার সমাধানে স্কিম তৈরি করলেন। ২২, ২৮ ২৯ এই বুুথ জুড়ে আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় সোমবার সকাল দশটা থেকে।