প্রকাশ্য দিবালোকে স্কুলের গেটের পাশ থেকে শিক্ষকের বাইক চুরির অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের কাশিবাটীতে। সোমবার দুপুরে রায়গঞ্জের কাশিবাটী বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদ্যুত দাস বলেন, এদিন স্কুলের প্রেয়ার শুরু হয়ে যাওয়ায় স্কুলের একজন শিক্ষক তার বাইকটি স্কুল গেটের পাশে রেখে স্কুলে ঢোকেন। প্রেয়ার ও বাণী পাঠ শেষে কিছু সময় পর ওই শিক্ষক স্কুলের গেটের পাশ থেকে বাইক স্কুলে ঢুকিয়ে রাখতে যান। কিন্তু বাইকটি জায়গায় ছিল না বলে অভিযোগ।