চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, উত্তেজনা কোচবিহার বড় পোস্ট অফিসে। জানা গেছে কয়েকজন ব্যক্তি মিলে পোস্ট অফিসে চাকরি দেওয়ার নাম করে কিছু লোকের কাছে টাকা তুলেছিল। আজ যেই সময় পোস্ট অফিসে ভিড় থাকে ঠিক সেই সময় কাউন্টারের সামনে যাদের কাছে টাকা নেওয়া হয়েছিল তাদের ডাকা হয় ইন্টারভিউ এর জন্য। তাদের মধ্যে একজনের সন্দেহ হওয়ায় প্রতারকদের একজনকে আটক করা হয়। এই ঘটনায় উত্তেজনার ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।