বিয়ের দাবিতে ধর্নায় এক ডিভোর্সী মহিলা । জানা যায়, সুদূর কোচবিহার শীতলকুচি থেকে এক ডিভোর্সী মহিলা ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বন্ধন ব্যাংক অফিসের সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন । মহিলার কথায় - বন্ধন ব্যাংকে কর্মরত এক কর্মীর সাথে এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে তার, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ালেও বর্তমানে তিনি বিয়ে করতে অস্বীকার করছেন।