মাথাভাঙ্গা ২নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় শনিবার বিকেল পাঁচটা নাগাদ পারাডুবি টোটো ইউনিয়নের বৈঠক অনুষ্ঠিত হয়।টোটো ইউনিয়নের সম্পাদক বিশ্বজিত বর্মন জানান বাজারে রাস্তার পাশে টোটো দাড়ানোর সমস্যা,স্থায়ী টোটো স্ট্যান্ড তৈরি সহ ইউনিয়নের নানা বিষয়ে আলোচনা হয় এদিনের সভায়।