পরিযায়ী শ্রমিকরা ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া নিয়ে ভিন রাজ্য থেকে আলিপুরদুয়ার জেলায় আসছেন এমনটাই জানা গেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ। ইতিমধ্যেই বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া ঠেকাতে নিজেদেরকে সচেতন হতে হবে এমনটাই বললেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক ।